Youth Foundation Rohanpur
“Youth Foundation Rohanpur” একটি অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন। মূলত এই সংগঠনটির উদ্দেশ্য হচ্ছে রহনপুরের যুবক ও তরুণদেরকে নিয়ে সেবামুলক এবং সামাজিক সকল নৈতিক ও কল্যাণমূলক কাজ করা।
প্রতিষ্ঠা সনঃ মার্চ ২০২৪
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
- গরীব ছাত্র-ছাত্রীদের সাহায্য-সহযোগিতা করা ।
- ছাত্র ছাত্রীদের সু-শিক্ষা নিয়ে কাজ করা ।
- গরীবদের কর্ম-সংস্থানের ব্যবস্থা করা ও সাহায্য-সহযোগিতা করা ।
- দুই ঈদে ঈদের কাপড়, ঈদ সামগ্রী বিতরণ ও অর্থ সহযোগিতা করা ।
- বর্ষার সময় গাছ লাগানো ।
- ব্লাড নিয়ে কাজ করা ।
- বন্যার্তদের সাহায্য-সহযোগিতা করা ।
- এতিম ও সকল প্রতিবন্ধিদের সাহায্য-সহযোগিতা করা ।
- মাদক, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারীদের বিরুদ্ধে বাবস্থা নেওয়া।
- সমাজ থেকে প্রকাশ অবৈধ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
- পরিবেশ, রাস্তা-ঘাট, নদী, খাল-বিল পরিস্কার-পরিচ্ছন্ন করা।
- তরুণদের বেকারত্ব দূর করতে ও কর্ম-সংস্থানের জন্য সহযোগিতা করা ।
- সুদমুক্ত সমাজ গড়তে উদ্যোগ নেওয়া ।
- ফজর ক্যাম্পেইন করা ও পুরস্কারের ব্যবস্থা করা ।
- প্রত্যেক মসজিদে মক্তব বা দ্বীন শিক্ষার ব্যবস্থা করা ।
- পর্ণগ্রাফি সম্পর্কে ছাত্র ও তরুণদের সচেতনতা মুলক কাজ করা ।
- নও মুসলিমদের নিয়ে কাজ করা ও তাদের সহযোগিতা করা ।
- সকল প্রকার দ্বীনি কাজে সহযোগিতা করা ।
- রহনপুরের প্রতিটা মহল্লাতে সক্রিয় তরুণদের নিয়ে কাজ করা ।
- প্রতি মাসে ছাত্র, তরুণ ও যুবকদের জন্য কাউন্সিলিংয়ের জন্য নসীহামুলক আলোচনার ব্যবস্থা করা। ( খেয়াল রাখতে হবে এমন কাউকে যাতে না নিয়ে আসা হয় যিনি বিতর্কিত, যাতে দল, মত ভেদে সবাই অংশগ্রহণ করতে পারে )
সংগঠনের নিয়ম-নীতিঃ
- এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন, তাই এই সংগঠনটি কোন রাজনৈতিক কর্মকান্ডে জড়িত হবে না ।
- এই সংগঠনটি রাজনৈতিক ভাবে ব্যবহার করলে তার সদস্য বাতিল করা হবে ।
- এটি অলাভজনক সংগঠন, তাই কোন কার্যক্রম ব্যবসায়িক ভাবে গণ্য হবে না ।
- সংগঠনের কেউ অনৈতিক কাজে লিপ্ত হলে সদস্য পদ বাতিল হবে ।
- সকল সদস্যকে যথা সময়ে মাসিক চাঁদা দিতে হবে ।
- কমিটি ৩ বছর মেয়াদী হবে ।
- প্রত্যেক সদস্যকে সৎ চরিত্রের অধিকারী, নম্র, ভদ্র হতে হবে ।
- নিষিদ্ধ কোন রাজনৈতিক দল বা সংগঠনের সদস্য হলে আমাদের এই সংগঠনের সদস্য হতে পারবে না । এই ধরনের অভিযোগ প্রমান হলে সদস্য বাতিল করা হবে ।
- সদস্য যদি একটানা ১২ মাস চাঁদা না দেয় তাহলে তার সদস্য পদ বাতিল ।
- সদস্যদের পারস্পারিক ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সকলকে সামাজিক বা সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহন করতে হবে । কেউ না আসলে তাকে অবশ্যই যোক্তিক কারণ বলতে হবে ।
আমাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হউন
ফেসবুক পেজঃ www.fb.com/youthfoundationrohanpur
ফেসবুক গ্রুপঃ Youth Foundation Rohanpur
মেসেঞ্জার গ্রুপঃ https://m.me/j/AbZlOssZxlLHUA3t/