আলহামদুলিল্লাহ্ Youth Foundation Rohanpur এর উদ্যোগে ৪০ দিন ব্যাপী ফজর ক্যাম্পেইনটি সফল ভাবে সমাপ্ত হয়েছে।
সকল ছাত্র ও কিশোরদের নিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায়ের মাধ্যমে ১ ডিসেম্বর ২০২৪ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পেইনটির সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

আজ ১৪ জানুয়ারি ২০২৫ তাদের ফলাফল ঘোষণা করা হলোঃ
রেজিষ্ট্রেশন করেছিলোঃ ৬৪ জন
১ম স্থান অর্জন করেছেঃ ১৯ জন
২য় স্থান অর্জন করেছেঃ ১৫ জন
৩য় স্থান অর্জন করেছেঃ ২২ জন
বাতিল হয়েছেঃ ৮ জন



.
আগামী ২৫ জানুয়ারী ২০২৫, রোজ শনিবার এবি মাঠে অথবা এবি স্কুলের অডিটোরিয়াম সেন্টারে আনুষ্ঠানিকভাবে সকল উত্তীর্ণদের পুরস্কার দেওয়া হবে।